- ‘এশিয়া ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ড’ গ্রহণ প্রধানমন্ত্রীর
- চীন-রাশিয়া রেলটানেলে ইউক্রেনের হামলা
- ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৩ টাকা বাড়ল
- গাজীপুরে চলন্ত ট্রাকে আগুন, চালক আহত
- উন্নয়নের গতি বজায় রাখতে দক্ষ ও চৌকস জনশক্তি আবশ্যক: রাষ্ট্রপতি
- ব্যাংক ও খোলা বাজারে ডলার ক্রয়-বিক্রয় মূল্যের ব্যবধান অস্বাভাবিক
- বঞ্চিত মানুষের কাছে স্বাধীনতার সুফল পৌঁছে দেয়াই শেখ হাসিনার মূল দর্শন : স্পিকার
- বিএনপি-জামায়াতের নবম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ চলছে

পাঁচ বছরের মধ্যে এডিপি বাস্তবায়ন হার সর্বনিম্ন

বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) জানায়, প্রথম দিকে এডিপি বাস্তবায়ন কম হলেও বছর শেষে এ হার অন্যান্য সময়ের চেয়ে বাড়বে। আইএমইডির প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। তবে, চলতি অর্থবছরের (২০২১-২২) প্রথম তিন মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে ৫.৩১ শতাংশ। যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন বাস্তবায়ন হার। সংশ্লিষ্টরা জানান, করোনা মহামারির কারণে দেশে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়েছে। যার প্রভাব এডিবি বাস্তবায়নে পড়েছে।
আইএমইডির তথ্য অনুযায়ী, চলতি ২০২১-২২ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার ২ লাখ ৩৬ হাজার ৭৯৩ কোটি টাকা। জুলাই থেকে সেপ্টেম্বর তিন মাসে ১ হাজার ৫৯১ প্রকল্পের বিপরীতে খরচ হয়েছে মাত্র ১২ হাজার ৫৬৬ কোটি ৩০ লাখ টাকা। যা মোট বরাদ্দের মাত্র ৫ দশমিক ৩১ শতাংশ। ২০১৭-১৮ অর্থবছরের একই সময়ে এডিপির অগ্রগতি ছিল ১০.২১ শতাংশ, ২০১৮-১৯ অর্থবছরে ৮.২৫ শতাংশ, ২০১৯-২০ অর্থবছরে ৮.০৬ শতাংশ এবং ২০২০-২১ অর্থবছর ৮.০৬ শতাংশ। বাস্তবায়ন হার গত সেপ্টেম্বরে মাত্র ১.৪৮ শতাংশ ছিল। যেখানে আগের বছর একই সময়ে এই বাস্তবায়ন হার ছিল ৪.১৭ শতাংশ।
এর আগে ২০১৮-১৯ অর্থবছরের প্রথম তিন মাসে এডিপি বাস্তবায়ন হয়েছিল ৮.২৫ শতাংশ এবং ২০২১-২২ অর্থবছরে ৫.৩১ শতাংশ। চলতি অর্থবছরে স্বাস্থ্য মন্ত্রণালয় সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে। কিন্তু বরাদ্দ বেশি নিয়েও অর্থবছরের শুরুর প্রথম তিন মাসে মন্ত্রণালয়টি বাস্তবায়ন করেছে মাত্র ১.৩১ শতাংশ। এ প্রসঙ্গে আইএমইডি সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেন, যেকোনো অর্থবছরের প্রথম দিকে কর্মকর্তা-কর্মচারীদের বেতন ছাড়া আর কোনো খরচ থাকে না। যখন থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল দেওয়া শুরু হয় ঠিক তখন থেকেই বাস্তবায়ন হার বাড়তে থাকে। এ জন্য আমি বলব অর্থবছর শেষে এডিপি বাস্তবায়ন হার অন্যান্য বছরের তুলনায় ভালো হবে।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: