ইন্টারনেট
হোম / অর্থনীতি / বিস্তারিত
ADS

পুঁজিবাজার ক্রমান্বয়ে আরও উন্নত হবে: বিএসইসি কমিশনার

13 August 2021, 7:12:05

অর্থনীতির চালিকা শক্তি হিসেবে দেশের পুঁজিবাজার ক্রমান্বয়ে আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক শামসুদ্দিন আহমেদ। সম্প্রতি পুঁজিবাজারে ঊর্ধ্বগতির দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, এটা প্রাথমিক উন্নতি। ক্রমান্বয়ে পুঁজিবাজার আরও বেশি উন্নত হবে।

শুক্রবার জাতীয় শোক দিবস উপলক্ষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।

বিএসইসি কমিশনার বলেন, দেশের পুঁজিবাজারে বড় ধরনের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। যার ওপর ভিত্তি করে ইতোমধ্যে মূল্য সূচক ও বাজার মূলধনে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে প্রতিদিন লেনদেনও হচ্ছে বড় অংকের। পুঁজিবাজারের এই উন্নয়ন ক্রমান্বয়ে আরও উন্নততর হবে। পুঁজিবাজার এখন যে ভূমিকা রেখেছে এটা প্রাথমিক। সবাই মিলে কাজ করলে বাজার আরও অনেক দূর এগিয়ে যাবে। আমরা এখনো বাজার মূলধন জিডিপির ২০ শতাংশ করতে পারিনি।

এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের মাঝেও পুঁজিবাজারের একটা ভূমিকা আছে। আমরা পুঁজিবাজার হিসেবে উৎপাদন, কর্মসংস্থান, অর্থায়ন এ কাজগুলোকে গভীরভাবে সহায়তা করি এবং সেই কাজটি করছি। স্বাস্থ্য, কৃষি, শিল্প সব ক্ষেত্র কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে জন্য তিনি পথনির্দেশনা দিয়েছিলেন। সেই পথনির্দেশনা থেকে পথ চলার পরে আমরা আজ অনেক কিছু পেয়েছি। আরও অনেক কিছু পাওয়া বাকি আছে।

বিএসইসির এই কমিশনার বলেন, বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়েছে, শাস্তি হয়েছে। সেই শাস্তিতে আমাদের সন্তুষ্ট থাকলে হবে না। আমাদেরকে তার স্বপ্নের যে অংশগুলো বাকি রয়ে গেছে, সে অংশগুলোকে পূরণ করতে হবে। এ প্রক্রিয়ায় আমাদেরকে অনেকগুলো ষড়যন্ত্রের মুখোমুখি হতে হবে। আমরা হচ্ছিও বটে।

বঙ্গবন্ধুকে অস্বীকার করা মানে বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করা- বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, যে বঙ্গবন্ধুকে অস্বীকার করবে, যে বাঙালি জাতির জনককে অস্বীকার করবে, সে তো বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করবে। আমাদের মাঝে এখনো অনেকে আছেন যারা বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বলতে বা তাকে স্মরণ করতে আগ্রহ প্রকাশ করেন না। বঙ্গবন্ধু ছাড়া তো কোনো নাম রাজনৈতিক অঙ্গনে উচ্চারণ হতে পারে না।

ডিএসইর চেয়ারম্যান মো. ইউনুসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও অংশ নেন- ডিএসই’র পরিচালক মো. রকিবুর রহমান, শালিক রিজভী, সালমা নাসরিন, হাবিবুল্লাহ বাহার, মো. সিদ্দিকুর রহমান, অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, ডিবিএ’র সভাপতি শরীফ আনোয়ার হোসেন, বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার, সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান মো. আব্দুস সালাম সিকদার, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহিম প্রমুখ।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: