ইন্টারনেট
হোম / শিল্প-সাহিত্য / বিস্তারিত
ADS

১০০ কোটি পার করল রজনীকান্তের নতুন সিনেমা ‘ভেটাইয়ান’

15 October 2024, 6:17:40

তামিল সিনেমার মহাতারকা রজনীকান্ত ছবিতে থাকলে, দর্শক কেবল তাকেই দেখেন আর কিছু দেখেন না- প্রচলিত এই ধারণাকে ভুল প্রমাণ করে বেশ কয়েক বছর ধরে গল্পনির্ভর ছবিতে দেখা যাচ্ছে এই অভিনেতাকে। কেবল অ্যাকশননির্ভর না হয়ে গল্পনির্ভর হওয়ার কারণে প্রশংসিত হচ্ছে রজনীকান্তের নতুন সিনেমা ‘ভেটাইয়ান’ও। সমালোচক প্রশংসার সঙ্গে বক্স অফিসেও বাজিমাত করে যাচ্ছে ছবিটি।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান টুডের প্রতিবেদন অনুসারে, বৃহস্পতিবার (১০ অক্টোবর) মুক্তির পর ছবিটি ১০০ কোটি রুপি আয় পার করেছে। প্রথম চার দিনে টি জে জ্ঞানভেল পরিচালিত ছবিটির আয় ১০৪ কোটি ৮ লাখ রুপি।

এ ছবিতে রজনীকান্তসুলভ মসলা কিছুটা কম থাকায় ব্যবসা কম হয়েছে। এতে অনেক রজনীভক্ত হতাশ হলেও সমালোচকেরা খুশি। ৭৩ বছর বয়সে এসে নিজের ১৭০তম সিনেমায় এই তারকা নিজেকে যেভাবে ভাঙছেন, সেটার প্রশংসা করেছেন তারা।

এ সিনেমায় মূলত নির্মাতা টি জে জ্ঞানভেল পুলিশের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে বার্তা দিতে চেয়েছেন।

‘ভেটাইয়ান’–এ রজনীকান্ত ছাড়াও আছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। ছবি: সংগৃহীত

রজনীকান্ত ছাড়াও এ ছবিতে তারকার সমাবেশ ঘটিয়েছেন নির্মাতা। তিনি ছাড়াও এতে আছেন অমিতাভ বচ্চন, ফাহাদ ফাসিল, রানা দুগ্গাবতি, মঞ্জু ওয়ারিয়রের মতো তারকারা।

৩০০ কোটি রুপি বাজেটের ছবিতে পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা গেছে রজনীকান্তকে। তামিলনাড়ু ছাড়াও ছবিটির শুটিং হয়েছে ভারতের কেরালা, মহারাষ্ট্র ও অন্ধ্র প্রদেশে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: