ADS
হোম / শিল্প-সাহিত্য / বিস্তারিত
ADS

গ্রিনকার্ড ও দেশে ফেরা নিয়ে যা বললেন শাকিব খান

30 July 2022, 6:40:53

শুক্রবার (২৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত ওয়ার্ল্ড ফেয়ার ম্যারিনায় সুপারস্টার শাকিব খান ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিয়ে আয়োজন করা হয় একটি অনুষ্ঠান। যার শিরোনাম ‘মিট অ্যান্ড গ্রিট উইথ দ্য ওয়ার্ল্ড সুপারস্টার সাকিব আল হাসান অ্যান্ড ঢালিউড কিং শাকিব খান’।

এর আগেও সিনেমা এবং ক্রিকেট অঙ্গনের এই দুই তারকাকে টিভি অনুষ্ঠানে একসঙ্গে হাজির হতে দেখা গেছে। সেসব অনুষ্ঠানে তারা জানিয়েছেন নিজেদের জীবনের জানা-অজানা নানা ঘটনা। তবে এবারই প্রথম দর্শকদের সামনে একসঙ্গে মঞ্চে উঠেছেন শাকিব ও সাকিব।

অনুষ্ঠানে শাকিব খানকে প্রশ্ন করা হয়- আপনি যদি হলিউডে সিনেমায় কাজ করেন তাহলে কোন চরিত্রে কাজ করতে চান?

জবাবে শাকিব খান বলেন, সবে তো এখানে পা রাখলাম ভাই। আর এখানে বসেই তো পাশে একজন সুন্দরী বসিয়েছি। কিছুদিন সময় দেন। এছাড়া জেনে খুব ভালো লাগলো- বাংলাদেশের বংশভূত অনেক টেকনেশিয়ান

তিনি বলেন, ‘নেটফ্লিক্সের সবচেয়ে জনপ্রিয় সিনেমা ‘এক্সট্রাকশন’। এই সিনেমাটি কিন্তু আমাদের বাংলাদেশকে নিয়ে করা হয়েছিলো। রেটিংয়ের দিক থেকে এটি ছিলো কিন্তু সবার উপরে। এটা তো আমাদের দেশের জন্য খুশির একটি বিষয়। আগামী দিন চরিত্র কোনটা দেবে সেটা তো জানিনা তবে কাজ করবো।’

গ্রিনকার্ড পাওয়া ও বাংলাদেশের আসার বিষয়ে প্রশ্ন করা হলে শাকিব খান বলেন, ‘গ্রিনকার্ড অনেক আগেই গেয়েছি। এখন ফিরে যাওয়ার সময় হয়েছে। কয়েকদিনের মধ্যেই দেশে চলে যাচ্ছি। হবে এবার আর তারিখ বলবো না। কারণ এর আগে দুই-তিনবার তারিখ বলে মিস হয়েছে। এবার দেশে ফিরেই বলবো।’

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: