ইন্টারনেট
হোম / শিল্প-সাহিত্য / বিস্তারিত
ADS

বর্ষবরণ উৎসবের জন্য প্রস্তুত রমনা বটমূল

13 April 2022, 7:24:18

আগামীকাল বৃহস্পতিবার পহেলা বৈশাখ। বাঙালি জাতির প্রাণের উৎসব। এ উপলক্ষে বরাবরের মতো এবারও সেজেছে রমনার বটমূল। বৈশাখী আয়োজনের মাধ্যমে পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নেবে নগরবাসী।

করোনার প্রকোপ থাকায় গত দুই বছর কোনো বৈশাখী উৎসব আয়োজিত হয়নি। কেবল গত বছর প্রতীকী মঙ্গল শোভাযাত্রা আয়োজন হয়। তবে এবার করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বৈশাখী উৎসব পালন করা যাবে। রমনার বটমূলে বর্ষবরণ উৎসবের পাশাপাশি চারুকলা ইনস্টিটউট থেকে বের হবে মঙ্গল শোভাযাত্রা। উৎসবকে বর্ণিল করে তুলতে আয়োজকরা সেরে নিচ্ছেন শেষদিকের প্রস্তুতি৷

সরেজমিনে দেখা যায়, রামনা বটমূলের সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন। চলছে শেষ মুহূর্তের কাজ। এবার ছায়ানটের শিল্পীদের পাশাপাশি অন্যান্য শিল্পীরাও আয়োজনে উপস্থিত থাকবেন। প্রতি বছর ১২৫ জন শিল্পী আয়োজনে অংশগ্রহণ করলেও স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে এবার ১০০ জন শিল্পী অংশগ্রহণ করবেন।

এবারের বর্ষবরণ অনুষ্ঠান শুরু হবে সকাল ৬টা ১৫ মিনিটে। শেষ হবে ৮টা ৩০ মিনিটে। আয়োজনে এবার গেটের সংখ্যা আটটি। তার মধ্যে প্রবেশপথ তিনটি যথাক্রমে অরুনোদয়, রমনা রেস্তোরাঁ, অস্তাচল। বের হওয়ার পথ দুটি যথাক্রমে বৈশাখী ও উত্তরায়ন। একইসঙ্গে প্রবেশ এবং বের হওয়ার পথ তিনটি যথাক্রমে শ্যামলিমা, স্টার গেট এবং নতুন গেট।

এছাড়া আগত দর্শনার্থীদের জন্য রয়েছে জরুরি চিকিৎসা সেবা, নারী/সিনিয়র সিটিজেন/শিশুদের জন্য বিশ্রামাগার। রয়েছে লস্ট অ্যান্ড ফাউন্ড সেবা। তবে রমজান মাস হওয়ায় এবার থাকছে না কোনো খাবারের দোকান।

বর্ষবরণ উৎসব ঘিরে এবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তাই রমনাসহ পুরো এলাকা সিসিটিভির আওতায় আনা হয়েছে। পুলিশ, র‌্যাবের পাশাপাশি সাদা পোশাকেও নিয়োজিত থাকবে নিরাপত্তা কর্মীরা।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: