ইন্টারনেট
হোম / শিল্প-সাহিত্য / বিস্তারিত
ADS

ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ পদক পাচ্ছেন তারিন

23 March 2022, 12:12:27

ভাষাসৈনিক ‘শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত পদক-২০২২’ পদকে ভূষিত হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান। আগামী ৩১ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় ‘গুণিজন সংবর্ধনা পরিষদ’ নামে একটি সংগঠন আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এ পদক তুলে দেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক এবং আয়োজনের সভাপতি ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শহিদ ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য আরমা দত্ত। ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাষা চত্বরে (ইন্ডাস্ট্রিয়াল স্কুল মাঠ) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ পদকপ্রাপ্তি প্রসঙ্গে তারিন জাহান বলেন, ‘যে কোনো পুরস্কারই সম্মানের, আনন্দের। কারণ এটি আমার কাজের স্বীকৃতি। যখনই আমি কোনো পুরস্কার পেয়েছি, সেটি ভীষণ বিনয়ের সঙ্গে গ্রহণ করেছি। বিশেষ দিনগুলোতে বিশেষ কোনো ব্যক্তির স্মরণে পদকে ভূষিত হওয়া আমার জন্য ভীষণ সম্মানের, গর্বের এবং আনন্দের। এর সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ এদিকে গত ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর ১০২ তম জন্মদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে শেখ হাসিনারই লেখা ‘শেখ মুজিব আমার পিতা’ গ্রন্থ থেকে পাঠ করেন তারিন জাহান। নারী দিবস উপলক্ষ্যে তারিন ‘বাংলাদেশ ওমেন্স ইন্সপারেসনাল অ্যাওয়ার্ড ২০২২’-এ ড্যান্স ক্যাটাগরিতে সম্মাননায় ভূষিত হয়েছেন। এ ছাড়া স্বাধীনতার ৫০ বছর ও মুজিববর্ষ উপলক্ষ্যে অভিনয়ে বিশেষ অবদানের জন্য ‘ট্র‌্যাব মিডিয়া অ্যাওয়ার্ড ২০২২’-এ ভূষিত হন তারিন। অভিনয়েও নিয়মিত এ অভিনেত্রী। বর্তমানে কাজ করছেন মিফতাহ আনানের পরিচালনায় একটি নতুন ধারাবাহিকে। সম্প্রতি শেষ করেছেন রুমান রুনির পরিচালনায় ‘যুগল’ নামে একটি ঈদ নাটকের কাজ।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: