ইন্টারনেট
হোম / সারা বাংলা / বিস্তারিত
ADS

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩, আহত ৭

16 June 2025, 11:56:26

কক্সবাজারের রামুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন কক্সবাজার সদর উপজেলার পিএমখালী দক্ষিণ পাতলী এলাকার হাবিব উল্লাহ (৫৫), তার ছেলে রিয়াদ (৮) এবং রামু উপজেলার পূর্ব রাজারকুল এলাকার হিমাংশু বড়ুয়ার মেয়ে রিমজিম বড়ুয়া (২৩)। এ ঘটনায় আরও অন্তত সাতজন আহত হয়েছেন।

সোমবার সকাল ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রশিদনগর ইউনিয়নের জেটি রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখী একটি কাভার্ডভ্যান ও চট্টগ্রামগামী পূরবী পরিবহনের একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ধানক্ষেতে উল্টে যায়।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান জানান, আহতদের উদ্ধার করে রামু ও কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার সময় ওই এলাকায় বৃষ্টি হচ্ছিল। বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে তিনি হতাহতদের দেখতে পান।

স্থানীয় যুবক মিনহাজ উদ্দিন জানান, জেটি রাস্তার মাথা এলাকাটি দুর্ঘটনাপ্রবণ। এর আগেও এখানে অনেক দুর্ঘটনা ঘটেছে।

এদিকে, হাবিব উল্লাহ ও তার ছেলে রিয়াদের একসঙ্গে দাফন সম্পন্ন হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, তারা সকালে শহরে চিকিৎসার জন্য যাচ্ছিলেন।

এলাকাবাসীর অভিযোগ, মহাসড়কে দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের নজরদারি কম। এছাড়াও স্পিড কন্ট্রোল সিস্টেম ও সিসিটিভি ক্যামেরা না থাকার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: