রাজশাহীতে দরিদ্র মানুষের পাশে সেনাবাহিনী
করোনা পরিস্থিতিতে রাজশাহীর কর্মহীন দরিদ্র্য মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। তবে কোনো তালিকা ধরে নয়, চলতি পথে যখন যেখানে অসহায় মানুষের দেখা মিলছে, সেখানেই দাঁড়িয়ে খাদ্যসহায়তা দিচ্ছেন সেনা সদস্যরা।
বৃহস্পতিবার নগরীর মহিষবাথান উত্তরপাড়া এলাকার ১০০টি দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল ও তেলসহ বিভিন্ন শুকনো খাবার বিতরণ করা হয়।
আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড-আর্টডকের অধীনস্থ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার এসব খাদ্যসামগ্রী বিতরণ করে।
এ সময় রাজশাহী সেনানিবাসের বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের মেজর ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ জানান, সেনা সদস্যদের জন্য বরাদ্দ খাবার থেকে বাঁচিয়ে দরিদ্র মানুষকে সহায়তা দেওয়া হচ্ছে।
এর আগেও রাজশাহী জেলা ও মহানগরীর প্রায় তিন হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ থেকে আগামীতেও অসহায় মানুষের পাশে দাঁড়াবে সেনাবাহিনী।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: