- বিএনপি থেকে বেরিয়ে ভোটে অংশ নিচ্ছেন যেসব হেভিওয়েট
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্র বন্দরে সতর্ক সংকেত
- কমেছে মাছ-মাংস-ডিমের দাম, নাগালের মধ্যে সবজির দাম
- ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত প্রধানমন্ত্রী
- জয় থেকে মাত্র ৩ উইকেট দূরে বাংলাদেশ
- দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না যেসব নিবন্ধিত দল
- এবার যে দেশের ওপর নতুন নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
- ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু আজ
- মহান বিজয়ের মাস শুরু
- সাকিবের চেয়ে মাশরাফির বিরুদ্ধে লড়তে চান বেশি প্রার্থী

জয়পুরহাটে র্যাবের পৃথক অভিযানে গ্রেফতার ৩, মাদক উদ্ধার

মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে ৩ জনকে গ্রেফতার ও হেরোইনসহ অন্যান্য মাদক উদ্ধার করেছে র্যাব।
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক ও স্কোয়াড কমান্ডার ইমদাদ হোসেন বিপুল জানান, গোপন সংবাদে খবর পেয়ে জেলা শহরের নতুনহাট এলাকায় অভিযান চালিয়ে ৮০ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী খাইরুল ইসলাম খোকন (২৮) কে গ্রেফতার করা হয়। খাইরুল স্থানিয় তেঘরবিশা শেখপাড়া গ্রামের মজনু শেখের ছেলে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ৮ লক্ষ টাকা বলে জানায় র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে খাইরুল র্যাবকে জানায়, দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে জয়পুরহাট জেলার সদর থানার নতুনহাট এলাকায় যুবকদের নিকট খুচরা বিক্রয় করে আসছিল। অপরদিকে, পাঁচবিবি উপজেলার সিট মানিক গ্রাম এলাকায় অভিযান চালিয়ে জনৈক ফিরোজ মিয়া‘র মুদি দোকানের সামনে থেকে ১৪ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী রুবেল হোসেন (৩৮) ও আল আমিন ইসলাম (২৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব সদস্যরা।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট সদর থানা ও পাঁচবিবি থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানান, র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক ও স্কোয়াড কমান্ডার ইমদাদ হোসেন বিপুল।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: