ইন্টারনেট
হোম / সারা বাংলা / বিস্তারিত
ADS

জয়পুরহাটে র‌্যাবের পৃথক অভিযানে গ্রেফতার ৩, মাদক উদ্ধার

27 September 2023, 1:30:02

মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে ৩ জনকে গ্রেফতার ও হেরোইনসহ অন্যান্য মাদক উদ্ধার করেছে র‌্যাব।

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক ও স্কোয়াড কমান্ডার ইমদাদ হোসেন বিপুল জানান, গোপন সংবাদে খবর পেয়ে জেলা শহরের নতুনহাট এলাকায় অভিযান চালিয়ে ৮০ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী খাইরুল ইসলাম খোকন (২৮) কে গ্রেফতার করা হয়। খাইরুল স্থানিয় তেঘরবিশা শেখপাড়া গ্রামের মজনু শেখের ছেলে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ৮ লক্ষ টাকা বলে জানায় র‌্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে খাইরুল র‌্যাবকে জানায়, দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে জয়পুরহাট জেলার সদর থানার নতুনহাট এলাকায় যুবকদের নিকট খুচরা বিক্রয় করে আসছিল। অপরদিকে, পাঁচবিবি উপজেলার সিট মানিক গ্রাম এলাকায় অভিযান চালিয়ে জনৈক ফিরোজ মিয়া‘র মুদি দোকানের সামনে থেকে ১৪ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী রুবেল হোসেন (৩৮) ও আল আমিন ইসলাম (২৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট সদর থানা ও পাঁচবিবি থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানান, র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক ও স্কোয়াড কমান্ডার ইমদাদ হোসেন বিপুল।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: