ইন্টারনেট
হোম / সারা বাংলা / বিস্তারিত
ADS

১১ ঘণ্টা পর রাজবাড়ী-দৌলতদিয়া রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

29 August 2023, 11:05:55

গোয়ালন্দ ঘাট থেকে খুলনাগামী নকশী কাঁথা ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পর থেকে গোয়ালন্দ-রাজবাড়ী ট্রেন চলাচল বন্ধ ছিল।

সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে রেলওয়ের উদ্ধারকারি রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে বগি লাইনচ্যুত ঠিক করার ১১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে গত সোমবার দুপুর ১টা ২৫ মিনিটের দিকে গোয়ালন্দ ক্যানাল ঘাট এলাকায় খুলনাগামী নকশী কাঁথা ট্রেনের মাঝের একটি বগি লাইনচ্যুত হয়।

মঙ্গলবার সকালে যুগান্তরকে নিশ্চিত বিষয়টি করেছেন রাজবাড়ী রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (লোকো অ্যান্ড ক্যারেজ) হুমায়ন কবীর।

তিনি জানান, গোয়ালন্দ ঘাট থেকে ছেড়ে আসা খুলনাগামী নকশী কাঁথা ট্রেনটি স্টেশন ছেড়ে কিছু দূর যাওয়ার পর বগি লাইনচ্যুত হলে গোয়ালন্দ-রাজবাড়ী রেল যোগাযোগ বন্ধ ছিল। তবে কোনো যাত্রীর হতাহতের ঘটনা ঘটেনি।

পরে সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে রেলওয়ের উদ্ধারকারি রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে বগি লাইনচ্যুত ঠিক করার ১১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: