ইন্টারনেট
হোম / সারা বাংলা / বিস্তারিত
ADS

ভারী বৃষ্টিতে ২০ দিনের মাথায় ফের ডুবল বন্দরনগরী চট্টগ্রাম, চরম দুর্ভোগ

28 August 2023, 10:59:19

চট্টগ্রামে শনিবার রাত থেকে টানা বৃষ্টি ও পাাহাড়ী ঢলে পুরো বন্দরনগরী তলিয়ে গেছে।। ২০ দিনের মাথায় ফের ডুবেছে নগরীর বিভিন্ন নিচু এলাকা। এতে চরম দুর্ভোগে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হয়েছে এইএসসি পরীক্ষার্থীদের। বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে রবিবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মহানগরের ২৭টি এবং হাটহাজারীর দুটি কেন্দ্রের এইচএসসি পরীক্ষা এক ঘণ্টা পরে শুরু হয়।পরীক্ষার প্রথম দিনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষায় অনুপস্থিত ছিল ৪৫৫ জন পরীক্ষার্থী। তার মধ্যে ২৯৯ জনই চট্টগ্রাম নগরের।

গত শনিবার রাত থেকে চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে। কখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কখনও মুষলধারে বৃষ্টি ঝরছে বন্দরনগরীতে। এতে তলিয়ে গেছে নগরীর অপেক্ষাকৃত নিচু এলাকাগুলো। এই বৃষ্টিতে গতকাল সকালে পাঁচলাইশের ষোলশহরে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে বাবা ও মেয়ে প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন মো. সোহেল ও তার সাত মাস বয়সি মেয়ে বিবি জান্নাত।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের উপপরিচালক আবদুল্লাহ হারুন পাশা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সকাল ৭টা ১০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কাছে পাহাড় ধসের খবর আসে। সেখানে একটি বাড়ির ভেতরে চারজন আটকা পড়েছিলেন। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাটির নিচে চাপা পড়া চারজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখানে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।’

এদিন বিকালে আগ্রাবাদে নালায় পড়ে দেড় বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। নগরীর উওর আগ্রাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর জালাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ শিশুটির নাম ইয়াছিন আরাফাত। তার বাবার নাম সাদ্দাম হোসেন। মায়ের নাম নাসরিন আক্তার ফায়ার সার্ভিস কর্মকর্তা জালাল আহমেদ বলেন, ‘বিকালে শিশু নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে। এখনও শিশুটির খোঁজ মেলেনি। উদ্ধার কাজ চলছে।’

রবিবার সকালে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৃষ্টিতে নগরীর আগ্রাবাদ, দুই নম্বর গেট, জিইসি, মুরাদপুর, চকবাজার, কাতালগঞ্জ, ফিরিঙ্গী বাজার, বক্সিরবিট, বাকলিয়া, চান্দগাঁও, হালিশহরসহ বিভিন্ন এলাকা হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে গেছে।

অতিবৃষ্টি ও বন্যার কারণে চট্টগ্রাম, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছানো হয়েছিল। পিছিয়ে যাওয়া সেই পরীক্ষা গতকাল শুরু হয়েছে। এই পরীক্ষাও ২৯টি কেন্দ্রে বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে শুরু হয়েছে এক ঘণ্টা পিছিয়ে।

রবিবার বেলা ১১টা থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ইংরেজি প্রথম পত্র, কারিগরি শিক্ষা বোর্ডের হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ-২, ব্যাংকিং ও বীমা, অর্থনীতি এবং রসায়ন বিজ্ঞান-২ পরীক্ষা হয়।

নগরীর ইসলামিয়া কলেজের শিক্ষার্থী মাহমুদ হাসান হালিশহর এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। তিনি বলেন, ‘রাতের বৃষ্টিতে আমার বাসার গলিতে পানি জমে হাঁটুর ওপরে উঠে গেছে। বৃষ্টি হলেই পানি জমে। সেই পানি মাড়িয়ে বের হলাম কিন্তু এখন গাড়ি পাচ্ছি না।’

নিউ মার্কেট এলাকায় কথা হয় রিকশাচালক আনিসের সঙ্গে। বৃষ্টিতে পরীক্ষার্থীদের দুর্ভোগ নিয়ে তিনি বলেন, ‘বেশি কষ্ট করছে কলেজের ছেলে-মেয়েরা। তাদের পরীক্ষা, তারা গাড়ি পাচ্ছে না। রাস্তায় জমাট পানিতে ভিজেটিজে পরীক্ষা দিতে যাচ্ছে। কেমনে যে পরীক্ষা দেবে।’

নগরীর সরকারি সিটি কলেজের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমার বাসা চান্দগাঁও সিএন্ডবি এলাকায়। পুরো পথে পানি। অনেকক্ষণ অপেক্ষার পর ১০০ টাকা বেশি দিয়ে একটা অটোরিকশা নিয়ে পরীক্ষা কেন্দ্রে এসেছি। তাও চালক অন্য এলাকা দিয়ে ঘুরিয়ে নিয়ে আসছেন।’

চট্টগ্রামের আমবাগান আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নগরে ১৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ওই অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক মফিজুর রহমান বলেন, ‘এটা বর্ষার স্বাভাবিক বৃষ্টিপাত।’

এই বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের পাশাপাশি অফিসগামীরাও ব্যাপক দুর্ভোগে পড়েছেন। বেসরকারি ব্যাংক কর্মকর্তা নগরীর বউ বাজার এলাকার বাসিন্দা নাজমুল হাসান বলেন, ‘আমার বাসার সামনে কখনও পানি জমে না। কিন্তু শনিবার রাতে আধা ঘণ্টা বৃষ্টির মধ্যে এলাকায় তিন চার ফুট পানি উঠেছে। সম্ভবত জোয়ারের পানি। নিচ তলায় যারা থাকে তারা রাতভর পানি সেচেছে। এখন অফিসে যেতে দুর্ভোগের সঙ্গে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে।’

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: