ইন্টারনেট
হোম / সারা বাংলা / বিস্তারিত
ADS

লাউয়াছড়া জাতীয় উদ্যানে ভয়াবহ আগুন

24 April 2021, 7:32:10

মৌলভীবাজার জেলার কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনে ভয়াবহ আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। আজ শনিবার (২৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনে চারা টিলা নামক স্থানে এ আগুন লাগে।

এতে বন এলাকার ছোট-বড় গুল্ম ও গাছ পুড়ছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। গুরুত্বপূর্ণ এই বনে প্রায় আড়াই ঘন্টা ধরে আগুন জ্বললেও তা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায় ফায়ার সার্ভিসের কর্মীরা। অনেক চেষ্টার পর বিকাল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, লাউয়াছড়ার স্টুডেন্ট ডরমেটরি অংশে কাজ করছিলেন বনবিভাগের কিছু শ্রমিক। কিন্তু দুপুর ১টার দিকে সেখানে হঠাৎ আগুন জ্বলে উঠে। পরে খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। দীর্ঘ আড়াই ঘন্টা চেষ্টার পর বিকাল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা।

ফায়ার সার্ভিসের কমলগঞ্জ স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম জানিয়েছেন, আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে।লাউয়াছড়া বনে আগুন লাগার খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেন কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান।

লাউয়াছড়ার রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, বনের আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।আমরা তদন্ত করে দেখছি কী কারণে আগুনের সূত্রপাত ঘটেছে।

এ বিষয়ে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, ফায়ার সার্ভিস ও বনকর্মীরা বনের আগুন নিয়ন্ত্রণ করেছে। তবে প্রাথমিকভাবে মনে করা যাচ্ছে শ্রমিকদের সিগারেটের আগুন থেকে বা কেউ ইচ্ছাকৃতভাবেও লাগাতে পারে। অগ্নিকান্ডের সঠিক কারণ উদঘাটন করতে বন বিভাগ দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বলেও জানান তিনি।

১২৫০ হেক্টর জমি নিয়ে লাউয়াছড়া সংরক্ষিত বনাঞ্চল। ১৯৯৬ সালে এটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। উদ্ভিদ আর প্রাণীবৈচিত্রের আঁধার এই বন বিভিন্ন বিরল ও বিপন্ন প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে পরিচিত। বন বিভাগের হিসেব মতে, ২০ প্রজাতির স্তন্যপায়ী, ৫৯ প্রজাতির সরীসৃপ (৩৯ প্রজাতির সাপ, ১৮ প্রজাতির লিজার্ড, ২ প্রজাতির কচ্ছপ), ২২ প্রজাতির উভচর, ২৪৬ প্রজাতির পাখি ও অসংখ্য কীট-পতঙ্গ রয়েছে। এই বনে বিরল প্রজাতির উল্লুক, মুখপোড়া হনুমান, চশমাপড়া হনুমানও দেখতে পাওয়া যায়।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: