
নোয়াখালীতে ভাই-ভাবিকে কুপিয়ে আহত

নোয়াখালীর বেগমগঞ্জে পারিবারিক সম্পত্তির বিরোধের জের ধরে বড় ভাই ও ভাবিসহ ৩ জনকে কুপিয়ে গুরুতর আহত করেছেন ছোট ভাই।
বৃহস্পতিবার রাত ৯টায় উপজেলার একলাশপুর ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রাত ৯টার দিকে কৃষ্ণরামপুর গ্রামের খোরশেদ আলমের (৪৮) সঙ্গে ছোট ভাই আনোয়ার হোসেনের (৪০) পারিবারিক সম্পত্তির বিরোধের জেরে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে উত্তেজিত হয়ে আনোয়ার তার বড় ভাই খোরশেদকে ধারালো দা দিয়ে হাতের কবজি, বুকে, পায়ে, পেটের মধ্যে ও তার স্ত্রী জাহানারা আক্তারকে (৩৫) কুপিয়ে গুরুতর আহত করে।
এ সময় প্রতিবেশি শাহাদাত হোসেন (১৮) এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করা হয়।
পরে এলাকাবাসী ৩ জনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক খোরশেদ আলমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
বেগমগঞ্জ থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে যুগান্তরকে জানান, অভিযুক্ত আসামিকে সুধারাম থানা পুলিশ নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে আটক করেছে। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: