ইন্টারনেট
হোম / Breaking News, সারা বাংলা / বিস্তারিত
ADS

খুলনায় পরিবহন ও লঞ্চ ধর্মঘট প্রত্যাহার

22 October 2022, 10:43:00

খুলনায় পরিবহন ও লঞ্চ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। ইতোমধ্যে গণপরিবহন ও লঞ্চ বিভিন্ন রুটে ছেড়ে গেছে। শনিবার (২২ অক্টোবর) রাতে খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিকেল থেকে ঘাটে ট্রলার চলাচল শুরু হয়।

বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, ১০ দফা দাবিতে আমরা ৪৮ ঘণ্টার ধর্মঘট ডেকেছিলাম। শুক্রবার রাতে মালিক-শ্রমিক পক্ষের বৈঠকে আগামী ৩০ অক্টোবরের মধ্যে দাবি মেনে নেওয়ার আশ্বাসে শনিবার সকাল থেকে লঞ্চ ধর্মঘট প্রত্যাহার করা হয়।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব বলেন, শুক্রবার (২১ অক্টোবর) সকালে শুরু হওয়া এই ধর্মঘট চলে শনিবার দুপুর পর্যন্ত। এখন বাস চলাচল স্বাভাবিক হয়েছে। তবে মালিকরা দুই দিন পরিবহন ধর্মঘট ডাকে। সেই ধর্মঘটে শ্রমিকরাও একাত্মতা প্রকাশ করে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: