ইন্টারনেট
হোম / সারা বাংলা / বিস্তারিত
ADS

ময়মনসিংহে বিএনপির ৪০০ নেতাকর্মীর নামে পুলিশের মামলা

16 October 2022, 2:05:37

ময়মনসিংহে আওয়ামী লীগ-বিএনপির ধাওয়া পাল্টা পাল্টা ধাওয়ায় পুলিশের তিন সদস্য, আওয়ামী লীগ নেতাকর্মী আহত হওয়ার ঘটনায় বিএনপির অন্তত ৪০০ নেতাকর্মীর নামে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। শনিবার (১৫ অক্টোবর) দ্বিবাগত দুইটার দিকে উপ-পরিদর্শক জহিরুল ইসলাম বাদী হয়ে ২৩ জনের নামে ও অজ্ঞাত ৩৫০ থেকে ৪০০ জনকে আসামী করে কোতোয়ালী মডেল থানায় করেন। কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিএনপির সমাবেশ হয়েছে পলিটেকনিক মাঠে। সেখান থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল করে স্টেশন চত্তর এলাকায় আওয়ামীলীগের অবস্থা কর্মসুচি হামলা, রাস্তায় জনগনের চলাচলে বাধা, পুলিশের উপর হামলা, পুলিশের কাজে বাধা, তিন পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় মামলা করা হয়েছে। এছাড়াও আওয়ামী লীগের কয়েকজন নেতা আহত হয়েছেন। এসব নিয়ে তদন্ত হচ্ছে। পরে আরও বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

এর আগে গতকাল শনিবার বিকালে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতারা অবস্থান কর্মসুচি পালন করার জন্য রেলওয়ে স্টেশন কৃষ্ণচূড়া চত্ত্বরে অবস্থান কর্মসূচি পালনের জন্য জমায়েত হয়। এতে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

বিকালের দিকে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের বিএনপির বিভাগীয় সমাবেশ থেকে কয়েক শ নেতা-কর্মী নগরীর বাঘমারা এলাকা দিয়ে রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় আওয়ামী লীগ নেতা কর্মীদের সাথে মুখোমুখি হলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় খাওয়া পাল্টা ধাওয়ায় ও ইটপাটকেল নিক্ষেপে পুলিশের এক উপ-পরিদর্শক ও এক আওয়ামীলীগ নেতা আহত হয়। পরে পুলিশ দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: