ইন্টারনেট
হোম / সারা বাংলা / বিস্তারিত
ADS

চট্টগ্রামে একদিনে ১১১৫ রোগী শনাক্ত

30 January 2022, 12:08:24

চট্টগ্রামে একদিনে নতুন করে আরও এক হাজার ১১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে করোনায় কারও মৃত্যু হয়নি।

শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত চট্টগ্রামের ১২টি ল্যাবে চার হাজার ৬৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে এক হাজার ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৪১ শতাংশ।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, করোনায় আক্রান্ত এক হাজার ১১৫ জনের মধ্যে ৭৯৪ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি ৩২১ জনের মধ্যে লোহাগাড়ার ছয়, সাতকানিয়ার ছয়, বাঁশখালীর ছয়, আনোয়ারার পাঁচ, চন্দনাইশের পাঁচ, পটিয়ার ৪০, বোয়ালখালীর ১৮, রাঙ্গুনিয়ার ৪২, রাউজানের ৭১, হাটহাজারীর ৬৮, ফটিকছড়ির ২২, মিরসরাইয়ের ২২, সীতাকুণ্ডের ছয় ও সন্দ্বীপ উপজেলার চারজন রয়েছেন।

গত শনিবার ৮০৯ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৫৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩০ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৪ জনের।

চট্টগ্রামে এ পর্যন্ত এক লাখ ১৯ হাজার ১২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৮৬ হাজার ৮৭৯ জন। অন্যরা বিভিন্ন উপজেলার।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: