বরিশালে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
বরিশালের মুলাদীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। রবিবার দুপুর ১২টার দিকে মুলাদী বড়াইয়া কাজীর চর সড়কের কাজীর হাট নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বড়াইয়া কাজীর চর গ্রামের ইদ্রিস আলী হওলাদার (৬০), মো. হরুন নলী (৪৫) ও রাজীব নলী (২৩)। নিহতরা একই এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত তিনজন দুপুরে একটি মোটরসাইকেলযোগে মুলাদী থেকে বড়াইয়া কাজীর চর গ্রামের বাড়ি যচ্ছিলেন। দুপুর ১২টার সময়ে কাজীর হাট একলাকা অতিক্রমের সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
মুলাদী থানার ওসি মাকসুদুর রহমান বলেন, ‘পুলিশ খবর পেয়ে নিহতদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: