ইন্টারনেট
হোম / সারা বাংলা / বিস্তারিত
ADS

প্রতিবন্ধী পত্রিকা বিক্রেতা ৩ দিন ধরে নিখোঁজ

5 December 2021, 7:16:38

বরিশালের বাবুগঞ্জ উপজেলার পত্রিকা বিক্রেতা মো. মিলন হাওলাদার (৩৫) তিন দিন ধরে নিখোঁজ। এ ঘটনায় হকার মিলন হাওলাদারের মা মোসা. সালমা বেগম গত শনিবার বিমানবন্দর থানায় লিখিত অভিযোগ করেছেন।

তারই ধারাবাহিকতায় থানা পুলিশ শনিবার রাতে অটোচালক মো. শুভ ও মো. স্বপনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

হকার মো. মিলন শারীরিক ও বাকপ্রতিবন্ধী। দরিদ্রতার কশাঘাতে দিনাতিপাত করলেও জীবনে কখনো দুই টাকার জন্য কারও কাছে হাত পাতেননি। জীবিকা হিসেবে বেছে নিয়েছিলেন পত্রিকা বিক্রির কাজ।

উপজেলার বিভিন্ন অফিসগুলোতে মূলত প্রতিদিনের খবর তুলে দিতেন পাঠকের হাতে। কিন্তু সেই হকার মিলন ৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন।

থানা ও পরিবার সূত্রে জানা গেছে শুক্রবার বিকালে হকার মিলন বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। শুক্রবার বাবুগঞ্জের রহমতপুর পত্রিকা এজেন্সি মো. সুলতান হাওলাদারের কাছে মা মোসা. সালমা বেগম ফোন করে জানতে পারেন মিলন পত্রিকা নিতে আসেনি। এরপর থেকে বিধবা মা সালমা বেগম আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়ে মিলনের খোঁজ পাননি।

শনিবার বিকালে বিধবা মা সালমা বেগম বিমানবন্দর থানায় লিখিত অভিযোগ করেন। থানায় অভিযোগ করার পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। পুলিশ গোপন সূত্রে জানতে পায় শুক্রবার বিকালে হকার মিলন পাওনা টাকার জন্য বাবুগঞ্জ স্টিল ব্রিজসংলগ্ন অটোচালক শুভ দেওয়ানের ভাড়া বাসায় আসেন।

অটোচালক শুভ দেওয়ান ঢাকার নারায়ণগঞ্জ বন্দর থানার ফেরাজীকান্দী গ্রামের আ. মালেক দেওয়ানের পুত্র। এ সময় অটোচালক শুভ দেওয়ানের আরেক বন্ধু বাবুগঞ্জের ক্ষুদ্রকাঠি গ্রামের হাসান সিকদারের ছেলে মো. স্বপন সিকদার শুভ দেওয়ান বাসায় আসার পর হকার মিলন নিখোঁজ হয়ে যায়।

হকার মিলন নিখোঁজ হওয়ার এ সংবাদ উপজেলায় ছড়িয়ে পড়লে উপজেলার সাংবাদিকরা মিলনের বাড়িতে ভিড় করে এবং মিলনের মায়ের কাছে নিখোঁজের ঘটনাটি জানতে চাইলে মিলনের মা মোসা. সালমা বেগম বাকরুদ্ধ হয়ে পড়েন।

উপজেলা সদর রহমতপুর ইউনিয়নের খানপুর গ্রামে মৃত্যু মো. ফজলুল হক হাওলাদারের পুত্র মিলন। এ ব্যাপারে বিমানবন্দর থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, সন্দেহভাজন দুইজনকে জিজ্ঞাসাবাদে থানা আনা হয়েছে।

তিনি আরও বলেন, বাকপ্রতিবন্ধী হকার মিলন নিখোঁজ হওয়ার রহস্য উদঘাটনের চেষ্টা অব্যাহত রয়েছে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: