- অর্থপাচার মামলায় এনু-রুপনের ৭ বছরের কারাদণ্ড
- আরাভ খানের প্রযোজনায় রাখির সঙ্গে জুটি বাঁধছেন হিরো আলম
- সমমনাদের আসন ছাড় দেওয়া নিয়ে যা জানালেন ওবায়দুল কাদের
- নির্বাচনের ১০ দিন আগে মাঠে নামবে বিজিবি, থাকবে ১৩ দিন
- মালয়েশিয়ায় জাল পাসপোর্টসহ তিন বাংলাদেশি গ্রেফতার
- অটোচালকের দেওয়া আগুনে ঘুমন্ত ছেলে-মেয়ের মৃত্যু, স্ত্রী হাসপাতালে
- শীত শুরু না হতেই ত্বক ফাটতে শুরু করেছে জেনে নিন কিছু টিপস
- টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দিপুর অভিষেক
- গাজায় যুদ্ধবিরতি: দুই পক্ষের আরও ৪৪ জন মুক্ত
- আন্তর্জাতিক সংহতি দিবসে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

সিলেট-৩ আসনে নৌকা প্রতীকে হাবিবের জয়

সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিব। ভোট গণনা শেষে আজ শনিবার সন্ধ্যায় এ তথ্য জানানো হয়।
এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে ১৪৯টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নৌকা প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৮৯ হাজার ৭০৫ ভোট। উপ-নির্বাচনে হাবিবুর রহমান হাবিবের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক। তিনি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ৬০৪ ভোট। অর্থাৎ ৬৫ হাজার ১০১ ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হাবিব।
সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে মোট চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্য দুই জন হলেন- স্বতন্ত্র প্রার্থী শফি আহমদ চৌধুরী (মোটরগাড়ি) এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী জুনায়েদ মোহাম্মদ মিয়া (ডাব)। গত ১১ মার্চ করোনায় আক্রান্ত হয়ে মারা যান এই আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। এর পর গত ১৫ মার্চ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, সিলেট-৩ আসেনটি ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা এবং বালাগঞ্জ উপজেলার একাংশ নিয়ে গঠিত। আসনটির মোট ভোটার ৩ লাখ ৫২ হাজার। শনিবারের উপ-নির্বাচনে ভোট কাস্ট হয়েছে ১ লাখ ১৪ হাজার ৩০৯টি।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: