ইন্টারনেট
হোম / সারা বাংলা / বিস্তারিত
ADS

ভৈরবে ট্রেনের বগি লাইনচ্যুত: তিন ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

13 August 2021, 6:12:30

ভৈরবে ট্রেনের একটি ট্রলি বগি লাইনচ্যুত হয়েছে। ময়মনসিংহ-চট্রগ্রামগামী নাসিরাবাদ ট্রেনটি শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনে আসার পথে এই দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্টরা জানান, ময়মনসিংহ-ভৈরব রেলপথের স্থানীয় জগনাথপুর এলাকায় ট্রেনটির একটি ট্রলি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। পরে খবর পেয়ে আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। এ সময় ময়মনসিংহ-ভৈরব রেলপথে অন্যান্য ট্রেন চলাচল বন্ধ থাকে। বিকাল সাড়ে ৩টায় উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এই রেলপথের লাইনগুলো পুরনো এবং পর্যাপ্ত পাথর নেই লাইনে। এ কারণে প্রায়ই একইস্থানে ট্রেন লাইনচ্যুত হয়।

বিকাল ৪টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মো. নুরুন্নবী ঢাকাটাইমসকে জানান, ভৈরব রেলস্টেশনের আউটারে জগনাথপুর এলাকায় দুপুর সাড়ে ১২টায় নাসিরাবাদ ট্রেনটির একটি ট্রলি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। বিকাল সাড়ে ৩টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধারের কাজ সম্পন্ন হয়। এরপর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: