ইন্টারনেট
হোম / রাজধানী / বিস্তারিত
ADS

আজ শুরু হচ্ছে পোস্তগোলা সেতুর মেরামত কাজ, বিকল্প পথ ব্যবহারের অনুরোধ

22 February 2024, 10:57:25

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের তৃতীয় কিলোমিটারে অবস্থিত পোস্তগোলা সেতুর মেরামত ও রেট্রোফিটিংয়ের কাজ শুরু হচ্ছে আজ। আগামী ৮ মার্চ পর্যন্ত চলবে এ মেরামত কাজ।

মেরামত কাজ চলাকালীন সময় এই মহাসড়ক ব্যবহারকারী যানবাহনকে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর।

কাজ চলাকালীন সময় বাড়িতি যানজটের শঙ্কার কথা জানিয়ে সড়ক ও জনপথ বিভাগের ঢাকা জোনের গণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হালকা যানবাহনগুলো ২৪ ও ২৬ ফেব্রুয়ারি এবং ১, ৪ ও ৮ মার্চ বিকল্প সড়ক ব্যবহার করবে। আর ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারী যানবাহনগুলো বিকল্প সড়ক ব্যবহার করবে।

হালকা যানবাহনের তালিকায় বাস, মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার কথা বলা হয়েছে গণবিজ্ঞপ্তিতে। এসব যানবাহন ২৪ ও ২৬ ফেব্রুয়ারি এবং ১, ৪ ও ৮ মার্চ বিকল্প সড়ক ব্যবহার করবে।

এদিকে বিষয়টি মাথায় রেখে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্র্যাফিক বিভাগসহ সাতটি সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা বৈঠক করেছেন। বৈঠকে যানজট নিরসন ও বিকল্প সড়ক নির্ধারণে সড়ক ও জনপথ অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: