ইন্টারনেট
হোম / রাজধানী / বিস্তারিত
ADS

বিএনপির গণঅবস্থান কর্মসূচি, মোড়ে মোড়ে সতর্ক পুলিশ

11 January 2023, 1:34:43

রাজধানীতে বিএনপির জনসমাবেশ কর্মসূচি উপলক্ষে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) কাকরাইল মোড়, ফকিরাপুল, প্রেস ক্লাব, মগবাজার, মৌচাকসহ একাধিক এলাকায় ঘুরে মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করার দৃশ্য দেখা গেছে। এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশেও পুলিশ মোতায়েন রয়েছে।

নয়াপল্টনে বিএনপির অফিসের সামনে গণঅবস্থান কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই জমায়েত হচ্ছেন নেতাকর্মীরা। সকাল ১১টা থেকে এ কর্মসূচি শুরু করার কথা রয়েছে। চলবে বিকেল ৩টা পর্যন্ত। এ ছাড়া গণতন্ত্র মঞ্চ সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে, ১২ দলীয় জোট বিজয়নগর পানির ট্যাঙ্ক, জাতীয়তাবাদী সমমনা জোট পুরানা পল্টন প্রীতম হোটেলের উল্টো দিকে ও এলডিপি কারওয়ান বাজার এফসিডিসংলগ্ন এলডিপি অফিসের সামনে থেকে এই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে।

নয়াপল্টনে বিএনপির গণঅবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, বিশেষ অতিথি হিসেবে মির্জা আব্বাসের ও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: