ইন্টারনেট
হোম / রাজধানী / বিস্তারিত
ADS

৮ দাবিতে ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান ধর্মঘট

23 March 2022, 5:37:32

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ, রেজিস্ট্রেশনপ্রাপ্ত মাদ্রাসাকে শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্তিকরণসহ ৮ দফা দাবি জানিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট।

এ দাবিতে বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃতীয় দিনের মতো অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছে সংগঠনটি।

এতে দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় পাঁচ শতাধিক স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক এই অবস্থান ধর্মঘটে অংশ নিয়েছেন। ধর্মঘটে সভাপতিত্ব করেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান।

তাদের দাবিগুলো হলো- স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা নীতিমালা-২০১৮ বাস্তবায়ন, মাদ্রাসা পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহার, রেজিস্ট্রেশনপ্রাপ্ত মাদ্রাসাগুলোকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্তিকরণ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো মাদ্রাসাগুলোতেও উপবৃত্তির ব্যবস্থা করা, প্রাথমিক বিদ্যালয়ের মতো এখানেও একজন অফিস সহায়কের পদ সৃষ্টি করা, পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার ‘অটোপাশের’ প্রজ্ঞাপন জারি এবং স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার ডাটাবেজ চূড়ান্ত করা।

ধর্মঘটে বক্তব্য দেন- সংগঠনের সমন্বয়ক কাজী ফয়েজুর রহমান, সংগঠনের মুখপাত্র এসএম জয়নুল আবেদীন জেহাদী, সদস্য সচিব তাজুল ইসলাম ফরাজী প্রমুখ।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: