ইন্টারনেট
হোম / রাজধানী / বিস্তারিত
ADS

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা

17 January 2022, 5:06:42

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়া মীর আব্দুল হান্নান হান্নান (৫৮) নামের এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে।

আজ দুপুরে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী উপ-পরিদর্শক (এবি) হিসেবে কর্মরত ছিলেন।

রোববার বিকাল ৩টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে স্টোমাক ওয়াশ দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতলে পাঠানো হয়।

অসুস্থ আব্দুল হান্নানের আত্মীয় মোঃ মোমেন মিয়া জানান, আব্দুল হান্নান বাংলাদেশ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী উপ-পরিদর্শক (এবি) হিসেবে কর্মরত ছিলেন। রোববার মোহাম্মদপুর বসিলা রোড এলাকায় রাস্তায় অচেতন অবস্থায় পড়ে থাকলে তার কাছে থাকা মোবাইল ফোন দিয়ে আমাদেরকে খবর দিলে আমরা গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে স্টোমাক ওয়াশ দিয়ে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। আজ দুপুরে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

তিনি জানান, সাতক্ষীরার কলারোয়া আলাইপুর গ্রামে অফিস থেকে ছুটি নিয়ে আজ যাচ্ছিলেন। পথের মধ্যে অচেতন করে তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে যায় বলেও জানান তিনি ।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: