ইন্টারনেট
হোম / রাজধানী / বিস্তারিত
ADS

বিজয় দিবসে ঢাকায় যান চলাচল নিয়ন্ত্রিত যেসব এলাকায়

16 December 2021, 10:52:19

জাতীয় দিবসগুলো নির্বিঘ্নে পালন করতে প্রতি বছরই যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়। তবে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে এবারের আয়োজনের ব্যাপকতা অন্য বছরের চেয়ে বেশি। এজন্য বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দিনভর বেশ কিছু গুরুত্বপূ্র্ণ পয়েন্টে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে বলে জানানো হয়েছে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে।

এসব পয়েন্ট থেকে বিকল্প পথ ধরে পৌঁছাতে হবে গন্তব্যে। যে কারণে ডাইভারশন হওয়া সড়কের আশাপাশের বাসিন্দাদের বিনা প্রয়োজনে বাইরে বের হতে নিরুৎসাহিত করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধ, ধানমন্ডি ৩২, জাতীয় প্যারেড গ্রাউন্ড, জাতীয় সংসদ ভবন, গণভবন এলাকা চলছে ঘিরে নানা কর্মসূচি। এসব কর্মসূচিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের রাষ্ট্রপতিসহ রামনাথ কোবিন্দসহ দেশি-বিদেশি অতিথিরা অংশ নেবেন। তাদের নির্বিঘ্ন চলাচল এবং নিরাপত্তা নিশ্চিতে অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি তেজগাঁও (ট্রাফিক) বিভাগের উপকমিশনার সাহেদ আল মাসুদ বলেন, ‘ডাইভারশন পয়েন্ট থেকে নির্ধারিত স্টিকার ছাড়া কোনো গাড়ি অনুষ্ঠানস্থলের দিকে যেতে পারবে না। তবে অ্যাম্বুলেন্সের মতো জরুরি যান চলাচল করতে পারবে।’

ডাইভারশন পয়েন্টগুলোর ভেতরে যেসব বাসাবাড়ি আছে, সেসব বাড়ির বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া বের না হওয়ার অনুরোধ করেছেন ডিএমপির এই কর্মকর্তা। তিনি বলেন, ‘এবার অনুষ্ঠান অনেক বড় পরিসরে হচ্ছে। এর জন্য সাধারণ মানুষের কিছুটা দুর্ভোগ হবে। বৃহৎ স্বার্থে এই দুর্ভোগটুকু মেনে নেয়ার অনুরোধ থাকবে।’

বৃহস্পতিবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর ২১টি পয়েন্টে ডাইভারশন থাকবে। আর দুপুর ১টা থেকে রাত ১১টা পর্যন্ত ১২টি পয়েন্টে থাকবে এই বাধা। এই পয়েন্টগুলো থেকে অনুষ্ঠানে আসা যানবাহন ছাড়া অন্য কোনো গাড়ি অনুষ্ঠানস্থলের দিকে যেতে পারবে না।

যে ২১টি পয়েন্টে এই ডাইভারশন থাকবে সেগুলো হলো: সোনারগাঁও ক্রসিং, ফার্মগেট ক্রসিং, বিজয় সরণি ক্রসিং, লাভরোড ক্রসিং (পূর্ব প্রান্ত), মহাখালী ক্রসিং (ফ্লাইওভারের উত্তর), মহাখালী ক্রসিং (রেল ক্রসিং), প্রধানমন্ত্রীর কার্যালয় লিংক রোড ক্রসিং, খেজুর বাগান ক্রসিং, আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়, মিরপুর-১০, সংগীত কলেজ গলি, বিসিএস কম্পিউটার সিটি গলি, পাসপোর্ট গ্যাপ, নির্বাচন কমিশন অফিস গ্যাপ, ৬০ ফিট রোড, চক্ষু হাসপাতাল গলি, সোহরাওয়ার্দী হাসপাতাল গ্যাপ, কৃষি বিশ্ববিদ্যালয় গ্যাপ, শিশু মেলা ক্রসিং, প্রতিরক্ষা গ্যাপ ও গণভবন ক্রসিং।

দুপুর থেকে ১২ পয়েন্টে ডাইভারশন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মুজিব শতবর্ষ ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান ঘিরে সংসদ ভবন ও আশপাশের ১২টি পয়েন্টে দুপুর ১টা থেকে রাত ১১টা পর্যন্ত ট্রাফিক পুলিশের ডাইভারশন থাকবে। পয়েন্টগুলো হলো: ফার্মগেট ক্রসিং, বিজয় সরণি, উড়োজাহাজ ক্রসিং, খেজুর বাগান ক্রসিং, মানিক মিয়া পূর্ব প্রান্ত, মানিক মিয়া পশ্চিম প্রান্ত, ধানমন্ডি-২৭ নম্বর পূর্ব মাথা, আড়ং ক্রসিং, আসাদগেট, গণভবন ক্রসিং, প্রতিরক্ষা মন্ত্রণালয় গ্যাপ ও সোহরাওয়ার্দী হাসপাতাল গ্যাপ।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: