ইন্টারনেট
হোম / রাজধানী / বিস্তারিত
ADS

ভাড়া বৃদ্ধির প্রতিবাদ, মন্ত্রণালয় ঘেরাওতে পুলিশের বাধা

8 November 2021, 6:07:58

জ্বালানি তেল ডিজেল ও কেরোসিনের মূল্যবৃদ্ধিরর সঙ্গে গণপরিবহনের ভাড়া বাড়ানোর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। বিক্ষোভ শেষে জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় ঘেরাও করতে গেলে তাদের বাধা দেয় পুলিশ।

সোমবার দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এরপর তা পল্টন হয়ে জিরো পয়েন্ট দিয়ে সচিবালয়ের সামনে যেতে চাইলে সেখানেই বাধা দেয় পুলিশ।

পুলিশি বাধার মুখে পরে জিপিও মোড়ে প্রায় আধা ঘণ্টা অবস্থান করেন বিক্ষোভকারীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন বাম জোটের নেতারা।

সমাবেশে বক্তারা জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও গণপরিবহনের ভাড়া প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন।

সমাবেশে বক্তৃতা করেন বাম গণতান্ত্রিক জোটের নেতা মোশরেফা মিশু, মোজাফফর আহমদ প্রমুখ।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: