ইন্টারনেট
ADS

গুলিস্তানে বিস্ফোরণ: ঢামেকে চিকিৎসক বাড়ানো হচ্ছে, নিহত ১৪

7 March 2023, 6:31:22

গুলিস্তানে ভবন বিস্ফোরণে আহতদের সংখ্যা বাড়তে থাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক বাড়ানো হচ্ছে। রোগীর চাপ সামলাতে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসক বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

এদিকে ঢাকা মেডিকেলে এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ মর্গে রাখা হয়েছে। তাছাড়া হাসপাতালে চিকিৎসা নিতে আসছে তাদের অধিকাংশ পথচারী। হাসপাতালে প্রতি মিনিটে প্রায় একজন করে চিকিৎসা নিতে আসছেন। এরমধ্যে অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। আহতদের চিকিৎসায় প্রচুর রক্তের প্রয়োজন হওয়ায় যারা রক্ত দিতে ইচ্ছুক তাদেরকে ঢাকা মেডিকেলে যেতে বলা হয়েছে।

অন্যদিকে বিস্ফোরিত ভবনে তল্লাশি চালাচ্ছেন ফায়ার সার্ভিস। ভবনের ভিতরে কেউ আটকে আছে কি না তাদের খোঁজে এই তল্লাশি চলছে। ঘটনার কারণে আশপাশের বিদ্যুৎব্যবস্থা বন্ধ রয়েছে। এরইমধ্যে পুলিশের গাড়ি থেকে জেনারেটর দিয়ে আলোর ব্যবস্থা করা হয়েছে। যাতে আলো সংকটের কারণে উদ্ধার তৎপরতা ব্যহৃত না হয়।

পাঁচতলা ভবন বিস্ফোরণের পর ভবনটির দেয়াল ও কাঁচ ধ্বসে রাস্তায় পড়ে। এতে সড়কে থাকা অনেকে হতাহত হন।

এর আগে চারটা ৫০ মিনিটে গুলিস্তানের বিআরটিসি কাউন্টারের পাশের ভবন বিস্ফোরিত হয়। এতে পাশের একটি সাততলা ভবন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: