ইন্টারনেট
ADS

বাজারে বেড়েছে চালের দাম

19 November 2021, 5:05:54

জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার কারণে ভোগ্যপণ্যবাহী ট্রাকের ভাড়াও বাড়িয়ে দিয়েছেন চালকরা। এর প্রভাব পড়েছে ভোগ্যপণ্যের দামে। এদিকে বাজারে প্রায় সব ধরনের চালের দাম বেড়েছে। পরিবহন খরচ বেড়ে যাওয়ায় মূলত এই দাম বেড়েছে। আজ শুক্রবার (১৯ নভেম্বর) রাজধানীর বেশ কিছু বাজারে এমন চিত্র দেখা গেছে।

বাজারে মিনিকেট, নাজির এবং আটাশ চালের দাম বস্তা প্রতি ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত বড়েছে। বিক্রেতারা বলছেন, জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় পরিবহন খরচও বেড়েছে। তাই চালের দাম বেড়েছে। বিশেষজ্ঞরা বলছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। এটি বছর শেষে আরও কমবে। বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে সরকার জ্বালানি তেলের দাম কমিয়ে আনলে চালসহ সব সংকট থেকে সহজেই পরিত্রাণের পথ মিলবে।

এদিকে দুয়ারে কড়া নাড়ছে নবান্ন। এরই মধ্যে অনেক এলাকায় কৃষকের গোলায় উঠেছে আমন মৌসুমের নতুন ধান। এই মৌসুমে গতবারের তুলনায় ছয় লাখ মেট্রিক টন আমন ধান বেশি উৎপন্ন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। মাঠ ফসলের তথ্যও বলছে, আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: