ইন্টারনেট
ADS

কুমিল্লা-৭ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছেন প্রাণ গোপাল দত্ত

18 September 2021, 7:37:41

কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীর মধ্যে দুইজন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) প্রার্থী মনিরুল ইসলাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং অফিসার মো. দুলাল তালুকদারের কাছে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন। এর আগে ১৬ সেপ্টেম্বর নির্বাচন থেকে সরে দাঁড়ান জাতীয় পার্টি মনোনীত প্রার্থী লুৎফর রেজা খোকন।

রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার জানান, কুমিল্লা-৭ উপনির্বাচনে ছয় প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে চার প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে তিনজন দলীয় প্রার্থী এবং অপরজন স্বতন্ত্র। যাচাই বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় তিনজন বৈধ প্রার্থী মাঠে ছিল। ইতিমধ্যে দুই প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন। এখন একমাত্র প্রার্থী আছেন আওয়ামী লীগ মনোনীত অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। আমরা এ বিষয়ে নির্বাচন কমিশনে রিপোর্ট পাঠাবো। ২০ সেপ্টেম্বর নির্বাচন কমিশন গণবিজ্ঞপ্তি জারি করে প্রাণ গোপাল দত্তকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করবে।

৩০ জুলাই এই আসন থেকে নির্বাচিত সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফের মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ৭ অক্টোবর ভোট গ্রহণের দিন ধার্য করে ২ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: