ইন্টারনেট
হোম / আন্তর্জাতিক / বিস্তারিত
ADS

এবার ইসরাইলের গ্যাসক্ষেত্রে হামলা চালিয়েছেন ইরাকি প্রতিরোধ যোদ্ধারা

23 December 2023, 2:45:14

ইসরাইলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন দিয়ে হামলা চালিয়েছেন ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। কয়েক দিন আগে ভূমধ্যসাগরে অবস্থিত ইসরাইলের কারিশ গ্যাস রিগে হামলা চালানো হয়। যে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে সেটি সরাসরি গ্যাস রিগে আঘাত হানে।

শুক্রবার আলজাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

ইরাকের প্রতিরোধকামী সংগঠনটি এক বিবৃতিতে জানায়, তারা উপযুক্ত অস্ত্র দিয়ে এ হামলা চালিয়েছে, তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেনি।

তিরোধকামী সংগঠনটি অবশ্য বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইল যে বর্বর আগ্রাসন ও ভয়াবহ গণহত্যা চালাচ্ছে তার প্রতিশোধ হিসেবে ইসরাইলি গ্যাস রিগে হামলা চালানো হয়েছে ।
সংগঠনটি আরও বলেছে, আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের হামলা অব্যাহত থাকবে।

ইরাকের বেশ কয়েকটি মার্কিনবিরোধী সংগঠনের জোট মিলে ইরাকের ইসলামি প্রতিরোধকামী সংগঠন গড়ে তুলেছে। গাজায় ইসরাইলি আগ্রাসন শুরুর পর থেকে সংগঠনটি ইরাক ও সিরিয়ায় মার্কিন অবস্থানে হামলা চালাচ্ছে। এর পাশাপাশি তারা ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

শুক্রবার সংগঠনটি জানিয়েছিল, তারা ইসরাইলের এইলাত শহরে উপযুক্ত অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে।

সূত্র: টাইমস অব ইসরাইল, ভার্চুয়াল জেরুজালেম

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: