ইন্টারনেট
হোম / আন্তর্জাতিক / বিস্তারিত
ADS

খেরসনে রাশিয়ার ভয়াবহ গোলাবর্ষণ, নিহত ৩

12 March 2023, 11:10:45

Police investigators inspect a shell crater left by a Russian military strike in a supermarket car park, amid Russia's attack on Ukraine, in Kherson, Ukraine March 11, 2023. (Ivan Antypenko/Reuters) Police investigators inspect a shell crater left by a Russian military strike in Kherson, Ukraine, on March 11. (Ivan Antypenko/Reuters)

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী। এ ঘটনায় নিহত হয়েছেন তিনজন ও আহত হয়েছেন আরও দুজন বলে জানিয়েছেন খেরসন অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্ডার প্রোকুদিন।

শনিবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসনের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে রাশিয়া। খবর সিএনএনের।

খেরসনের সামরিক প্রধান বলেন, রুশ গোলাবারুদের টুকরো দৃশ্যত রাস্তার একটি গাড়িকে আঘাত করেছে। ঘটনাস্থলে উদ্ধারকর্মী, চিকিৎসক ও পুলিশ কাজ করছে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ পর্যন্ত টানা ১৩ মাসের বেশি সময় ধরে চলছে দেশ দুটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: