ইন্টারনেট
হোম / আন্তর্জাতিক / বিস্তারিত
ADS

আনুষ্ঠানিকভাবে রাজা হলেন চার্লস

10 September 2022, 6:48:40

যুক্তরাজ্যের রাজধানীর লন্ডনের সেন্ট জেমসেস প্যালেসে ঐতিহাসিক এক অনুষ্ঠানের মাধ্যমে চার্লস ফিলিপ আর্থার জর্জকে দেশটির নতুন রাজা হিসাবে ঘোষণা করা হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) ব্রিটেনের স্থানীয় সময় সকালের দিকে চার্লস রাজা ঘোষণা করা হয়। ইতিহাসে প্রথমবারের মতো এবারই ঐতিহাসিক এই ঘোষণা টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়েছে। খবর বিবিসি।

এরআগে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে তার ৭০ বছরের শাসনামলের অবসান ঘটেছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ৯৬ বছর বয়সে তার মৃত্যু ঘটে। নিয়ম অনুযায়ী উত্তরাধিকারী হিসেবে সিংহাসনে বসেন এলিজাবেথের ছেলে চার্লস। তিনি এখন রাজা তৃতীয় চার্লস নামে পরিচিত হবেন। এরমধ্য দিয়ে তিনি হবেন যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ডসহ ১৪টি দেশের শীর্ষ নেতা।

নতুন রাজা চার্লস জেমসেস প্রসাদের ঐতিহাসিক অনুষ্ঠানে প্রথমের দিকে ছিলেন না। তবে এ অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধ্বে প্রিভি কাউন্সিলের বৈঠকে অংশ নেন তিনি।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: