ইন্টারনেট
হোম / আন্তর্জাতিক / বিস্তারিত
ADS

নেপালে নিখোঁজ বিমানের সন্ধান, ১৪ মরদেহ উদ্ধার

30 May 2022, 12:39:52

নেপালে নিখোঁজ বিমানের সন্ধান পেয়েছে উদ্ধারকারী দল। এছাড়া ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকীদের দেহাবশেষ খুজছে উদ্ধারকারীরা। সোমবার (৩০ মে) কাঠমান্ডু পোস্ট থেকে এ তথ্য জানা যায়।

ওই প্রতিবেদনে জানা যায়, নেপালে নিখোঁজ হওয়া বিমানটি টুকরো টুকরো হয়ে পাহাড়ে আছড়ে পড়েছে। এ ঘটনায় বিমানের ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে দেশটির সেনাবাহিনী জানায়, তারা এয়ারের বিমানটি মুসতাং জেলার মানপতি হিমালের লামচে নদীর মুখে বিধ্বস্ত হয়েছে।

উল্লেখ্য, রবিবার (২৯ মে) সকালের দিকে ৪ ভারতীয়, তিন জাপানি নাগরিকসহ ২২ আরোহীকে নিয়ে তারা এয়ারের ৯৯-এনএইটি বিমানটি নিখোঁজ হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, পোখারা থেকে জমসমের উদ্দেশে উড্ডয়নের ১০মিনিট পর সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আগ মুহূর্তে বিমানটি মুসতাং জেলার লেতে এলাকার আকাশে ছিল।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: