ইন্টারনেট
হোম / আন্তর্জাতিক / বিস্তারিত
ADS

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে উত্তাল শ্রীলংকা

10 April 2022, 7:09:46

চরম অর্থনৈতিক সংকটে পড়া শ্রীলংকার জনগণ এখন রাষ্ট্রপতির ওপর আস্থা রাখতে অস্বীকৃতি জানিয়েছে। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে দেশটির বাণিজ্যিক রাজধানী কলোম্বোতে হাজার হাজার লোকজন জড়ো হয়ে বিক্ষোভ করছে।

দেশটির জনগণ গোতাবায়াকে দুর্নীতিগ্রস্থ রাজনীতিবিদ উল্লেখ করে মিছিল দিচ্ছে। বিক্ষোভকারীদের প্লে কার্ডে লেখা ছিল, ‘রাজাপাকসে পরিবার থেকে শ্রীলঙ্কাকে বাঁচান’।

প্রথমবারের মতো শ্রীলংকার কোনো আন্দোলনে সব ধরণের রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিরা একত্রে অংশ নিয়েছে। সবার দাবি এখন একটাই, রাষ্ট্রপতির পদত্যাগ এবং এই আর্থ-সামাজিক সংকট থেকে উদ্ধার করতে সক্ষম ব্যাক্তিদের হাতে ক্ষমতা হস্তান্তর।

বিক্ষোভকারীরা বলছে, রাজাপাকসে পরিবার সঠিক সিদ্ধান্ত নিতে অযোগ্য এবং অক্ষম এটাই প্রমাণিত হয়েছে। গোতাবায়া একটা দেশ চালাতে পারে না। এই ধরণের সঙ্কট মোকাবেলা করার মতো বুদ্ধি তার নেই।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: