ইন্টারনেট
হোম / আন্তর্জাতিক / বিস্তারিত
ADS

পুতিনের সঙ্গে দেখা করতে শর্ত জুড়ে দিলেন জেলেনস্কি!

5 April 2022, 7:03:15

রাশিয়া ইউক্রেনে হামলা করার পর থেকেই প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সরাসরি দেখা করতে চাইছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।

তিনি বার বার পুতিনকে আহ্বান জানিয়েছেন ও অনুরোধ করেছেন, পুতিন যেন তার সঙ্গে দেখা করেন।

তবে এবার মত ঘুরিয়ে দিয়েছেন জেলেনস্কি নিজে। তিনি জানিয়েছেন, পুতিনের সঙ্গে তিনি দেখাই করবেন না। পুতিনের সঙ্গে কখনো তার আলোচনা নাও হতে পারে।

আর যদিও দেখা করেন তাহলে আগে পুতিনকে তার শর্ত মেনে নিতে হবে।

শর্তটি হলো রাশিয়া ইউক্রেনে যে সব যুদ্ধাপরাধ সংঘটিত করেছে ও গণহত্যা চালিয়েছে তার জন্য মাথা পেতে শাস্তি ভোগ করতে হবে।

মূলত বুচা শহরে রুশ সেনাদের দ্বারা সংঘটিত নৃশংসতা নিজ চোখে দেখে আসার পরই এমন কঠোর কথা বললেন জেলেনস্কি।

পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়ে জেলেনস্কি বলেন, এমনও হতে পারে, কোনো আলোচনা হবে না।

তিনি জানিয়েছেন, রুশ বাহিনীর কর্মকান্ডকে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করার পর এটি বোঝা উচিত কেন তিনি পুতিনের সঙ্গে দেখা করবেন না।

পুতিনের সঙ্গে আলোচনার শর্ত জুড়ে দিয়ে জেলেনস্কি বলেন, আলোচনা হতে পারে যদি গণহত্যা চালানোর দায়ে রাশিয়া শাস্তি ভোগ করে।

সূত্র: সিএনএন

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: