ইন্টারনেট
হোম / আন্তর্জাতিক / বিস্তারিত
ADS

ইসরাইলি সেনার গুলিতে ফিলিস্তিনি নিহত

14 February 2022, 11:50:36

ইসরাইলি অধিকৃত পশ্চিমতীরে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছেন ইসরাইলি সেনারা। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ ফিলিস্তিনি।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর রয়টার্সের।

বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, পশ্চিমতীরের একটি বাসস্ট্যান্ডে ওই ব্যক্তি ছুরি নিয়ে তাদের সেনাদের ওপর হামলা চালানোর চেষ্টা করেছিল। হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, ওই ব্যক্তি তাদের সদস্য।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, নিহত ওই ব্যক্তির নাম কারাওয়েত বানি হাসান। তিনি পশ্চিমতীরের একটি গ্রামের বাসিন্দা। এই ব্যক্তি ইসরাইলি সেনাদের ওপর যে হামলার চেষ্টা চালিয়েছিলেন, তাকে বীরত্বের সঙ্গে তুলনা করেছে হামাস।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় এক ফিলিস্তিনি নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

প্রাথমিক তদন্তের পর ইসরাইলের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ওই ব্যক্তি গাড়ি নিয়ে পশ্চিম তীরের ইহুদি বসতি এলাকায় যান। একটি ছুরি নিয়ে তিনি গাড়ি থেকে নামেন। এর পর তিনি একটি বাসস্ট্যান্ডের দিকে দৌড়াচ্ছিলেন। সেখানে সাধারণ মানুষ ও আইডিএফ সেনা ছিল।

এদিকে এএফপির খবরে বলা হয়েছে, ইসরাইলের সেনাবাহিনী বলেছে— পশ্চিমতীরে আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ওই ফিলিস্তিনিকে পশ্চিম তীরের যেখানে গুলি করা হয়েছে, সেই এলাকা ঘিরে তল্লাশি চালিয়েছেন সেনারা।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: