ইন্টারনেট
হোম / আন্তর্জাতিক / বিস্তারিত
ADS

নতুন বছরে সবচেয়ে বেশি হামলা চালিয়েছে সৌদি জোট!

11 February 2022, 7:46:50

২০২২ সালের জানুয়ারি মাসে ইয়েমেনে গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বেশি বিমান হামলা হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

ইয়েমেন ডাটা প্রজেক্ট জানিয়েছে, জানুয়ারিতে বিমান হামলায় ইয়েমেনের ১৩৯ জন বেসামরিক নাগরিক নিহত ও ২৮৭ জন আহত হয়েছেন।

এর মাধ্যমে ২০১৫ সাল থেকে চলা সৌদি জোটের বিমান হামলায় ১৯ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হলেন।

গত মাসে শুধুমাত্র সৌদি জোটের সাদার জেলে হামলায় ৭০ জন নিহত হন।

গত কয়েকদিন ধরে যুদ্ধের তীব্রতা বাড়ায় সাধারণ মানুষের হতাহত হওয়ার সংখ্যাও বাড়ছে।

জাতিসংঘের মধ্যপ্রাচ্যের শিশু বিষয়ক সংস্থা জানিয়েছে, জানুয়ারি মাসের প্রথম তিন সপ্তাহে ১৭ জন শিশু প্রাণ হারিয়েছে। যা ২০২১ সালের ডিসেম্বরে মারা যাওয়া শিশুদের সংখ্যার দ্বিগুণ।

ইয়েমেনে ২০১৪ সালে গৃহযুদ্ধ শুরু হয়। সে বছর রাজধানী সানা ও গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর দখল নেয় হুথি বিদ্রোহীরা।

হুথিদের সমর্থন দিয়ে আসছে ইরান। অন্যদিকে ইয়েমেনের সরকারের পাশে থেকে কাজ করছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে দুইপক্ষই এ সময়ের মধ্যে মানবাধিকার লঙ্ঘন করেছে।

সূত্র: দ্য নিউ আরব

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: