ইন্টারনেট
হোম / আন্তর্জাতিক / বিস্তারিত
ADS

ভারতের কেন্দ্রীয় বাজেটের তীব্র সমালোচনা মমতার

2 February 2022, 12:23:31

ভারতের কেন্দ্রীয় সরকারের বাজেটের তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চলতি অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটকে ‘পেগাসাস-বাজেট’ বলে তোপ দাগলেন তিনি। খবর জিনিউজের।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেট পেশের পরই মঙ্গলবার এক টুইটবার্তায় বলেন, ‘সাধারণ মানুষের জন্য শূন্য বাজেট। বাজেটে শুধু বড় বড় কথা বলা হয়েছে। বাজেটে তাৎপর্যপূর্ণ কিছু নেই। এটা পেগাসাস-বাজেট।’

জিনিউজের খবরে আরও বলা হয়, বাজেটের সমালোচনায় অর্থ উপদেষ্টা তথা প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, আজ বেকারত্বের হার ৮ শতাংশ। এই সময়কালে ১.২ কোটি মানুষ চাকরি হারিয়েছেন। ৩ কোটি বেকার। এই বাজেটে তাদের কর্মসংস্থানের কোনও দিশা নেই। ইকনমিক সার্ভে বলছে জিডিপি গ্রোথ হবে ৮-৮.৫ শতাংশ । কিন্তু মাননীয়া অর্থমন্ত্রী বলছেন জিডিপি গ্রোথ ৯.২ শতাংশ হবে। কীভাবে ধার শোধ হবে সেই বিষয়ে বাজেটে কোনও দিশা নেই। কেন্দ্রীয় এ বাজেট ‘বিবেচনাহীন’।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: