ইন্টারনেট
হোম / আন্তর্জাতিক / বিস্তারিত
ADS

সু চির ৪ বছরের কারাদণ্ড

6 December 2021, 5:52:51

মিয়ানমারের গনতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে চার বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। তার বিরুদ্ধে ১১টি অভিযোগ আনা হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) এ রায় দিয়েছে আদালত। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে, তাকে ভিন্নমত উসকে দেওয়ার এবং প্রাকৃতিক দুর্যোগ আইনের অধীনে কোভিড নিয়ম ভঙ্গ করার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ১১টি অভিযোগ রয়েছে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন এই নেত্রী।

এদিকে গত ফেব্রুয়ারিতে দেশটির সেনা বাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হন অং সান সু চি। এর পর তাকে আটক করে, সেনাদের অধীনে গৃহবন্দী হয়ে আছেন। তবে তাকে ক্ষমতা থেকে সরানোর কারণ হিসেবে জান্তা সরকারের দাবি, ২০২০ সালে অনুষ্ঠিত মিয়ানমারের সাধারণ নির্বাচনে ভোট কারচুপি করে অবৈধভাবে ক্ষমতায় এসেছে সু চির নেতৃত্বাধীন এনএলডি।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: