ইন্টারনেট
হোম / আন্তর্জাতিক / বিস্তারিত
ADS

ভারতের টিকাকরণ কার্যক্রম বিজ্ঞান নির্ভর: মোদি

22 October 2021, 5:59:44

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে রেকর্ড ১০০ কোটি ডোজ দিয়েছে ভারত। এই কার্যক্রম পুরোপুরি বিজ্ঞান নির্ভর বলে মন্তব্য করেছেন দেশটির প্রধান্মন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শুক্রবার দেশবাসীর উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

মোদি বলেন, ভারতের টিকাকরণের যে অভিযান চলছে তার পুরোটাই বিজ্ঞান নির্ভর। পুরো টিকাকরণ অভিযান বিজ্ঞান নির্ভর এবং বিজ্ঞান দ্বারা চালিত। এর শুরু থেকে শেষ পর্যন্ত বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে কাজ করা হয়েছে। ভ্যাকসিন উৎপাদন থেকে শুরু করে প্রত্যন্ত এলাকায় টিকা পৌঁছে দেওয়া পুরোটাই। বিজ্ঞান ভিত্তিক অভিনব উদ্ভাবনী ব্যবস্থাকে কাজে লাগিয়ে করা হয়েছে।

তিনি বলেন, ১০০ কোটি মানুষকে টিকা দিয়ে ভারত বিশ্বের সামনে নিজের ক্ষমতা দেখিয়ে দিয়েছে। টিকাকরণের প্রভাবে দেশের অর্থনীতিতেও চাঙ্গা হয়েছে। এই সাফল্যের নেপথ্যে ১৩০ কোটি ভারতীয়ের শক্তি নিহিত রয়েছে। এই সাফল্য ভারতের সাফল্য, প্রত্যেক দেশবাসীর সাফল্য। এই জন্য প্রত্যেক নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানাই।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: