ইন্টারনেট
হোম / আন্তর্জাতিক / বিস্তারিত
ADS

আফগানদের ঠেকাতে ১০ ফুট উঁচু প্রাচীর নির্মাণ করছে তুরস্ক

24 September 2021, 7:22:00

আফগানিস্তানে নতুন করে তালেবান সরকার ক্ষমতায় আসার পর দেশটি ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার নাগরিক। বেশিরভাগ মানুষ প্রতিবেশী দেশ ইরান হয়ে তুরস্ক ঢোকার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে শরণার্থীর চাপ সামলাতে নিজের সীমান্তে বিশাল প্রাচীর তৈরির কাজ এগিয়ে নিচ্ছে তুরস্ক।

১৫ আগস্ট কাবুল দখল করে তালেবান। কাবুল দখলে নেওয়ার আগেই কয়েকটি পরিবার ইরান হয়ে তুরস্ক ঢোকার চেষ্টা করে। তাদের একজন সিবিএস নিজউকে জানান, তুর্কি সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছেন তারা। তিনি বলেন, আমার কাছে কোনো অর্থ নেই, কোনো খাদ্য নেই, কোনো বস্ত্র নেই, কিছুই নেই।

২০ লাখের বেশি আফগান শরণার্থী ইতিমধ্যেই প্রতিবেশী দেশ পাকিস্তান ও ইরানে শরণার্থী হয়েছেন। তবে এসব দেশ নতুন শরণার্থী আসা ঠেকাতে সীমান্ত বন্ধ করে দিয়েছে দেশগুলো।

এমন পরিস্থিতিতে অনেকেই শরণার্থী হিসেবে তুরস্ককে পছন্দ করছেন। ফলে দেশটি শরণার্থীদের চাপ সামলাতে সীমান্তে ১০ ফুট উচ্চতার দেওয়া তুলছে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: