Friday 10 May, 2024

For Advertisement

পনির সাসলিক

22 December, 2023 6:06:57

কেন সাসলিক তো অনেক খাওয়া হল। এবার পনির সাসলিক হলে মন্দ হয় না। দেখে নিন পনির সাসলিক তৈরির পুরো প্রণালী।

উপকরণ

পনির- টুকরো করে কাটা ২৫ পিস
ক্যাপসিকাম কিউব করে কাটা-দেড় কাপ ( আমি লাল,সবুজ,কমলা রঙের নিয়েছি )
পেঁয়াজ কিউব কাটা- ১ কাপ
দই-আধা কাপ
মরিচ গুঁড়া -আধা চামচ
আদা-রসুন বাটা-৩/৪চামচ
কাবাব মসলা-আধা চামচ
হলুদ গুঁড়া -আধা চামচ
অলিভ অয়েল-২ টেবিল চামচ
লবন -পরিমাণ মতো
ধনেপাতা এবং কাচামরিচ বাটা-১ টেবিল চামচ
সয়াবিন তেল-ভাজার জন্য

প্রণালী

– প্রথমে সব মসলা ও অলিভ অয়েল এক সাথে মিশিয়ে ক্যাপসিকাম, পেঁয়াজ এবং পনির ৩০মিনিত মেরিনেট করে রাখতে হবে।

– সাসলিক কাঠিতে পছন্দ মতো সাজিয়ে নিন।

– এবার প্যানে সামান্য সয়াবিন তেল দিয়ে কাঠিগুলো দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিন।

– সামান্য পোড়াভাব ও সিদ্ধ হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন।

বিঃদ্রঃ চুলার আঁচ মৃদু রাখতে হবে এবং ভাজার সময় প্রথমে ঢেকে ভাজতে হবে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore