ইন্টারনেট
হোম / আজকের রান্না / বিস্তারিত
ADS

ধনিয়া পাতার ভর্তা

17 November 2022, 11:37:16

ধনিয়া পাতার তুলনা হয় না। যে কোন খাবারে/তরকারীতে রান্নার পর ধনিয়া পাতার কুচি দিলে সেই রান্নার স্বাদ কয়েকগুন বেড়ে যায়। ধনিয়া পাতার কত কি ব্যবহার যা বলে শেষ করা যাবে না। চলুন, দেখে ফেলি ধনিয়া পাতার ভর্তা ।

উপকরণ ও প্রনালীঃ

সামান্য কয়েক ফোঁটা তেল যোগে কিছু পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচা মরিচ, তিন চার কোয়া রসুন এবং সামান্য লবন যোগে ভাঁজতে থাকুন।

ভাজুন, পোড়া পোড়া ভাব নিয়ে আসুন।

এবার ধনিয়া পাতার আটি থেকে কিছু ধনিয়া পাতা (ধুয়ে পানি ঝরিয়ে নিন আগে) দিয়ে আবারো ভাজুন।

খুন্তি দিয়ে ভেজে এমন করে ফেলুন।

এবার পাটাপুতায় বেঁটে ফেলুন।

ব্যস হয়ে গেল ধনিয়া পাতার ভর্তা। দুইজনের জন্য এর চেয়ে আর বেশী কি!

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: