ইন্টারনেট
হোম / রাজধানী / বিস্তারিত
ADS

গুলশানে ফ্ল্যাট থেকে মেডিকেল ছাত্রীর লাশ উদ্ধার

17 July 2021, 6:02:45

রাজধানীর গুলশানের নিকেতন এলাকার একটি ফ্ল্যাট থেকে মালয়েশিয়া পড়ুয়া এক মেডিকেল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ফারিয়া হায়দার। শনিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।

ফারিয়ার বাবা আলম হায়দার জানান, গতরাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন ফারিয়া। সকালে ঘুম থেকে উঠে মেয়েকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন তিনি। দ্রুত সেখানে থেকে নামিয়ে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারিয়াকে মৃত ঘোষণা করেন।

আলম হায়দার আরও বলেন, ফারিয়া মালয়েশিয়ার একটি মেডিকেল কলেজে প্রথম বর্ষের ছাত্রী। করোনার কারণে দেশে আসেন তিনি। বাসা থেকে অনলাইন ক্লাসে অংশ নিতেন ফারিয়া।

ফারিয়া মৃত্যু নিয়ে স্পষ্টভাবে কিছু জানা না গেলেও আলম হায়দারের ধারণা তাঁর মেয়ে আত্মহত্যা করেছেন। তবে কি কারণে ওই মেডিকেল ছাত্রী আত্মহত্যা করতে পারেন তা জানাননি তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকাটাইমসকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: