- সামনের সব নির্বাচন অবাধ-সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক হবে: শেখ পরশ
- ২ সপ্তাহের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে: জ্বালানি প্রতিমন্ত্রী
- সাকিবের না থাকা আমাদের জন্য চিন্তার কারণ: নান্নু
- মধ্যরাতে দুঃখ প্রকাশ করলেন পরীমনি
- বাজেট ডিব্রিফিং সেশন এমপিদের গুরুত্বপূর্ণ ধারণা দিচ্ছে: স্পিকার
- মে মাসে মূল্যস্ফীতি ৯.৯৪ শতাংশ, এক দশকে সর্বোচ্চ
- ইউক্রেনে রাতভর আক্রমণ চালিয়েছে রাশিয়া
- তীব্র গরম, মাধ্যমিক বিদ্যালয় খোলা থাকলেও মানতে হবে যেসব নির্দেশনা
- সিলেটে বিএনপির ৪৩ নেতা আজীবন বহিষ্কার

আদালতে সাংবাদিক রোজিনা, রিমান্ডে চায় পুলিশ

অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট মামলায় গ্রেপ্তার দেখানো প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে নেয়া হয়েছে। সেখানে পুলিশ তাকে পাঁচ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেছে বলে জানা গেছে।
মঙ্গলবার সকাল ৮টার দিকে শাহবাগ থানা থেকে রোজিনা ইসলামকে আদালতে নেয়া হয়। রোজিনার স্বামী মনিরুল ইসলাম জানিয়েছেন, তাকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে।
এর আগে গতকাল সোমবার বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি চুরির অভিযোগে তাকে আটক করা হয়। পরে রাতে তাকে শাহবাগ থানায় সোপর্দ করে স্বাস্থ্য মন্ত্রণালয়। রাত ১১টার দিকে তার নামে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয়। এই মামলায় আজ তাকে আদালতে হাজির করে শাহবাগ থানা পুলিশ।
রোজিনা ইসলামের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারায় এবং অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের ৩ ও ৫ ধারায় অভিযোগ আনা হয়েছে।
দণ্ডবিধির ৩৭৯ ধারায় বলা আছে চুরির শাস্তি। যে ব্যক্তি চুরি করে, সে ব্যক্তি যেকোনো বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ তিন বছর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডনীয় হবে।
৪১১ ধারায় বলা আছে, অসাধুভাবে চোরাই মাল গ্রহণ করা। যে ব্যক্তি কোনো মাল চোরাই বলে জেনে বা তা চোরাই মাল বলে বিশ্বাস করার কারণ থাকা সত্ত্বেও উক্ত চোরাই মাল অসাধুভাবে গ্রহণ বা রক্ষণ করে, সে ব্যক্তি যেকোনো বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ তিন বছর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: