কুমিল্লার দেবিদ্বারে গান-বাজানো নিয়ে সংঘর্ষে ২ যুবক নিহত
গান বাজানোকে কেন্দ্র করে কুমিল্লার দেবিদ্বারে দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন দুই যুবক। আহত হয়েছেন অন্তত ২০ জন।
বুধবার দিবাগত রাত ১টার দিকে দেবীদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর ইনসাফ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের হাবিবের পুত্র সাইফুল (২০) ও রেনু মিয়ার পুত্র ফাহিম (১৯)।
স্থানীয়রা জানান, দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে বিয়ে বাড়িতে গান বাজানোকে কেন্দ্র করে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে এক যুবকের মৃত্যু হয়। পরে গুরুতর অব্স্থায় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে রাত ২টার দিকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান।
তিনি জানান, ঘটনার বিস্তারিত কারণ এখনো জানা যায়নি। তবে দুইজনের মরদেহ পুলিশ হেফাজতে আছে।
এদিকে আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও দেবীদ্বার উপজেলা সদরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: