ইন্টারনেট
ADS

পরীমনিকে আদালতে পাঠানোর প্রস্তুতি পুলিশের

5 August 2021, 7:02:08

চিত্রনায়িকা পরীমনি ও প্রযোজক নজরুল ইসলাম রাজকে বনানী থানা থেকে আজই আদালতে হাজির করবে পুলিশ। র‍্যাবের মামলা রেকর্ড হলেই থানা পুলিশ তাকে আদালতে নেবে।

বৃহস্পতিবার বিকালে বনানী থানা সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে আজ বিকালে পাঁচটা ৩৫ মিনিটে র‍্যাব সদরদপ্তর থেকে বনানী থানায় পৌঁছায় পরীমনিদের বহনকারী দুটি গাড়ি।

এ বিষয়ে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া বলেন, র‍্যাব সদস্যরা পরীমনি ও রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ ও তাদের দুই সদস্যকে থানায় নিয়ে এসেছেন। তাদের থানায় হস্তান্তর করে বুঝিয়ে দেওয়া হয়েছে। বাকি দুজন হলেন- পরীমনির বাসা থেকে আটক আশরাফুল ইসলাম দীপু ও রাজের বাসা থেকে আটক সবুজ আলী। এখন এই চারজনের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। র‍্যাব বাদী হয়ে মোট তিনটি মামলা করবে। মামলা শেষে পরীমনিকে আজই আদালতে পাঠানো হবে।

বুধবার বিকাল সাড়ে চারটার কিছু সময় আগে নায়িকা পরীমনির বাসায় অভিযান শুরু করে র‌্যাব। চার ঘণ্টার অভিযানে বিপুল পরিমাণ মদ, ভয়ঙ্কর মাদক এলএসডি ও আইস উদ্ধার করা হয়। পরে প্রযোজক রাজের বনানীর বাড়িতে অভিযান শুরু করে র‌্যাব সদস্যরা। পরীমনির বাড়িতে অভিযানের খবর পেয়ে রাজ পালানার চেষ্টা করেছিলেন। তার বাসা থেকে বিদেশি মদ, সিসা সরঞ্জাম ও বিকৃত যৌনাচারের সরঞ্জাম উদ্ধার করা হয়।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: