ইন্টারনেট
হোম / আন্তর্জাতিক / বিস্তারিত
ADS

টেক্সাসে বন্দুক হামলায় নিহত ১, কয়েকজন আহত

9 April 2021, 10:52:16

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে এলোপাতাড়ি গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

এ ছাড়া আহত আরও কয়েকজনের অবস্থা অশঙ্কাজনক।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ‘বন্দুক সহিংসতাকে’ মহামারি হিসেবে আখ্যায়িত করার কয়েক ঘণ্টা পর এ হামলা হয়েছে।

এই সংকট মোকাবিলায় তিনি একটি পরিকল্পনাও উন্মুক্ত করেছেন। পূর্ব টেক্সাসের ব্রিয়ান শহরে বৃহস্পতিবারের এ হামলায় সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

কর্মকর্তারা বলেন, এ ঘটনার পর ওই ব্যক্তি এক কর্মকর্তাকে গুলিবিদ্ধ করে আহত করেন।

সন্দেহভাজন হামলাকারী একজন আসবাবপত্র নির্মাতা ছিলেন। পুলিশ প্রধান এরিক বুসকে বলেন, ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত হয়েছেন। আরও চার ভুক্তভোগীকে হাসপাতালে নেওয়া হয়েছে। গুলিতে তারা গুরুতর আহত হয়েছেন।

এ ঘটনায় সাতজন ভুক্তভোগীর কথা নিশ্চিত করেছে ব্রিয়ান পুলিশ বিভাগ।

সম্প্রতি কলোরাডো, জর্জিয়া ও ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। প্রতিবছর এভাবে এলোপাতাড়ি গুলিতে প্রায় ৪০ হাজার মানুষ নিহত হন।

যুক্তরাষ্ট্রে বন্দুক নিয়ন্ত্রণের বিষয়টিও রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ।

এ ধরনের সহিংসতার সংকট কমিয়ে আনতে বৃহস্পতিবার ছয়টি নির্বাহী পদক্ষেপ ঘোষণা করেছেন বাইডেন। কিন্তু বিরোধী রিপাবলিকানরা তার সেই প্রস্তাবের সমালোচনা করেছেন।

প্রতিনিধি পরিষদের সংখ্যালঘু নেতা কেভিন ম্যাকার্থি বলেন, বাইডেনের এই উদ্যোগ সাংবিধানিক নির্দেশনার বাইরে চলে যাবে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: