ঈদের শুভেচ্ছা জানিয়ে মোদির টুইট
মুসলিমদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদ-উল-আজহার শুভেচ্ছা জানিয়ে টুইট বার্তা লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজ বুধবার সকালে নিজের ভেরিফায়েড টুইটার একাউন্টে এ বার্তা দেন তিনি। মোদি লিখেছেন, ঈদ মোবারক! ঈদুল আজহার শুভেচ্ছা। এই দিন যেন বৃহত্তর কল্যাণের জন্য সম্মিলিত সহানুভূতি ও সম্প্রীতির চেতনাকে জাগ্রত করে এবং এগিয়ে নিয়ে যায়।
পৃথক এক টুইটে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। তিনি লিখেছেন, সব নাগরিককে ঈদ মোবারক। এটা ত্যাগ, বলিদানের ভাবনার প্রতি সম্মান জানানোর দিন। সমাজে ঐক্য স্থাপনের জন্য একসঙ্গে মিলেমিশে কাজ করার দিন। আসুন আমরা সবাই কোভিড-১৯ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলি। সবার মঙ্গলের জন্য একসঙ্গে মিলে কাজ করি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: