ইন্টারনেট
হোম / Breaking News, রাজধানী / বিস্তারিত
ADS

বিস্ফোরণে দগ্ধ দম্পতির মৃত্যু, শঙ্কামুক্ত নন দুই মেয়েও

10 July 2021, 12:02:07

রাজধানীর কামরাঙ্গীরচরের আহসানবাগ এলাকায় অটোরিকশার ব্যাটারি চার্জ দেয়ার সময় বিস্ফোরণে দগ্ধ দম্পতি মারা গেছেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা যান ইয়াসমিন আক্তার। এর কয়েক ঘণ্টা পর শনিবার সকালে মারা যান ইয়াসমিনের স্বামী আব্দুল মতিন।

বিস্ফোরণের ওই ঘটনায় নিহতদের দুই মেয়েসহ আরও তিনজন দগ্ধ হন। তারা হলেন নিহত দম্পতির ৯ বছর বয়সী মেয়ে মাইশা, পাঁচ বছর বয়সী আয়েশা এবং ভাগ্নে রায়হান। এদের মধ্যে মাইশার শরীরের ৪২ শতাংশ এবং আয়েশার শরীরের ৪৬ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণে ইয়াসমিনের শরীরের ৯৫ শতাংশ এবং আবদুল মতিনের শরীরের ৯২ শতাংশ পুড়ে গিয়েছিল।

গতকাল শুক্রবার ভোরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাঁচজন দগ্ধ হন। দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: